বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

কোন ধরণের বৈষম্য আমরা বরদাস্ত করবো না: মুনা

মিলন বিশ্বাস হৃদয় / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের অন্যতম সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেছেন, আমরা সবাই মিলে গত ৫ আগষ্ট দেশকে সৈরাচার মুক্ত করতে পেরেছি। এখন আমাদের প্রাণের এ বাংলাদেশকে রূপরেখা তৈরি করা। ছাত্র ও জনতা বর্তমানে আমাদের রাষ্ট্রের বিভিন্ন কাজে হোক সেটা সামাজিক নিরাপত্তা, সেটা হোক ট্রাফিকের কাজ, প্রত্যেকটি কাজেই নিয়োজিত রয়েছেন।

রোববার (১১ আগষ্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদের সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য দিতে তিনি গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ যেটা এই ২০২৪-এ জন্ম হয়েছে। এবার সেই বাংলাদেশকে আমরা কিভাবে সাজাতে পারি, কিভাবে গড়ে তোলতে পারি? সেটা আসলে নিশ্চিৎ করা দরকার। এই যে নতুন সরকার গঠিত হলো, এ নতুন সরকারের কাজ কি? সেটা আমাদের পক্ষ থেকে জানান দেয়া দরকার এবং সেই জানান দেয়া কাজটাই আমরা করতে চাই। আমরা এ নতুন দেশে দেখছি, বাংলাদেশের যে পরাজিত শক্তি তারা বাংলাদেশের মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধতা, যে সংহতি সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা পাঁয়তারা করছে। এইযে বৈষম্যবিরোধী আন্দোলন, সেটাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এখানে সাম্প্রদায়িক নিয়ে প্রশ্ন তুলছে।

মুনা হুশিয়ার করে আরও বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বলছি , আমরা সকল বৈষম্যের বিপরিতে এসে যুদ্ধ করেছি। কোন ধরণের সাম্প্রদায়িক উস্কানি কিংবা কোন ধরণের বৈষম্য আমরা বরদাস্ত করবো না। এবং এ জন্য প্রতিটি পাড়া-মহল্লায় আমরা প্রতিরোধের ব্যবস্থা করতে চাই। আমরা বিশ্বাস করি, ছাত্র-জনতা আমাদের সকলের এ গণপ্রতিরোধের মধ্যদিয়ে আমরা পারবো, এ বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক একটি বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই