শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বন্দরে আগুনে ভস্মীভূত ৫ দোকান

রিপোটারের নাম / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

সিটি নিউজ: নারায়নগঞ্জের বন্দরে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪টি র্ফানিচার দোকানসহ ৫টি দোকান সম্পন্ন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা নিহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৩ টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জ কাইতাখালি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অমল সূত্র ধরের ২টি ও আব্দুল সালাম মিয়ার ২ টি র্ফানিচার দোকানসহ ৫ টি দোকান সম্পন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক পক্ষ সূত্রে জানাগেছে। বন্দর ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় ৫০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। আমাদের তদন্ত অব্যহত রয়েছে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই