শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

অগ্রদূত ক্রিকেট একাডেমির পুনর্মিলনী ও সম্মাননা প্রদান

সিটি নিউজ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

অগ্রদূত ক্রিকেট একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে শহরের খানপুর চৌরঙ্গী পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়াঙ্গণে বিশেষ অবদানের জন্য বিভিন্নজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে বিশিষ্ট ক্রীড়াবিদ এনামুল হক খোকা অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরে তিনি অশ্রুসিক্ত নয়নে বলেন, আমি দীর্ঘ প্রায় অর্ধশতাধীক সময় ধরে ক্রীড়াঙ্গণের সাথে জড়িত। আমি ৭১’র পূর্বে পাকিস্তান আমলে লীগ খেলতাম। এত বছরে দেশকে শুধু দিয়েই গিয়েছি কিন্তু সেই তুলনায় সর্বনিম্ন সম্মানটুকুও তেমন পায়নি। জীবনের প্রথম আজ সম্মানিত হয়ে আনন্দে আমার দু’চোঁখ ভিজে যাচ্ছে। জানিনা, কিভাবে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করবো। শুধু এইটুকু বলতে পারি, যারা ক্রীড়াঙ্গণের সাথে জড়িত, খেলাধুলার সাথে জড়িত তাদেরকে যেন আমরা প্রাপ্য সম্মানটুকু দেই। কারণ, তাদেরকে সম্মান দিলে তারা আরও উৎসাহ্ হয়ে আরও ভালো কিছু করতে পারবে। নয়তো, গন্তব্যের আগেই মেধা থাকা সত্বেও ঝরে যাবে।

অনুষ্ঠানে অশোক কুমার দাশ বলেন, খেলোয়াড়দের সম্মান পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। তবেই দেশে হাবিবুল বাসার সুমন, নাঈমুর রহমান দুর্জয়, রফিক, মুন্না ও পাইলটদের মত খেলোয়ার তৈরি হবে। আর এ জন্য ক্রিকেট একাডেমি থেকে শুরু করে বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা এবং সর্বপুরি সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের এ নারায়ণগঞ্জের বহু কষ্টে ক্লাবগুলো পরিচালিত হচ্ছে। অর্থ অভাবে তারা ক্লাবগুলো চালাতে অনেকটা হিমশিম খাচ্ছে। সমাজের বিত্তবানদের উচিৎ এ সমস্ত ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর। ক্লাবই যদি না থাকে, একাডেমি যদি না থাকে তাহলে নতুন খেলোয়ার তৈরি হবে কি করে? তাই আগামীতে এ বিষয়টি মাথায় রেখে খেলোধুলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধাভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জলিসুর রহিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ, মশিউর রহমান সোহেল, নারায়ণ চন্দ্র সাহা তপু, জুয়েল হোসেন মনা, শ্রী বিশ্বজিৎ, মেহেদী হাসান বিল্লাল, মোঃ জুয়েল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই