এবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর গ্রেফতার চাইলেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। তিনি বলেছেন, গত আন্দোলনে যারা আওয়ামী লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সে অর্থ দিয়ে যারা মানুষকে গণহত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। যেভাবে তদন্ত চলছে এভাবে তদন্ত করলে চলবে না।
এসব মামলার আওয়ামী লীগের যারা আসামী তারা বুক ফুলিয়ে কিন্তু শহরে চলাচল করছে। মামলার আসামী কিন্তু আইভীও। তিনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আইভীতো এই শহরেই অবস্থান করছে, তাহলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। তার বিরুদ্ধে তো মামলা হয়েছে অচিরেই তাকে গ্রেফতার করতে হবে।
নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হাসান মিঞায মতবিনিময় সভায় তিনি এসব কথাগুলো বলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা তিনি আরও বলেন, বিদায়ী ডিসি মাহমুদুল ইসলাম আওয়ামী লীগের একটি পার্ট ছিল। ওনাকে তো আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর তার সময় কিন্তু এই সকল মামলাগুলো হয়েছে। কিন্তু তিনি একটি মামলারও কোন কার্যকরী ব্যবস্থা নেননি। বরঞ্চ, উনি এ বিষয়গুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদের বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা অভিযুক্ত করার চেষ্টা করেছে।
তিনি বলেন, আসলে কোন কিছুই কিন্তু চাপা থাকে না, সবকিছইু কোন না কোন ভাবে বের হয়ে আসে। সামনে সামনে তার ব্যবহার ছিলো খুবই সুন্দর। কিন্তু ভেতরে ভেতরে তিনি আওয়ামী লীগের পারপাস সাফ করেছেন। ১৭ বছর দেশে যারা বারোটা বাজিয়ে দিয়েছিলো, উনি কিন্তু ছিলেন তাদেরই পারপার সাফ করেছিল।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর গ্রেফতার দাবি করেছিলেন।
টিপু এ বিষয়ে নারায়ণগঞ্জের ডিসি-এসপির প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, খুনি সেলিম ওসমান এখনো বাংলাদেশে রয়েছে তাকে গ্রেফতার করুন আর খুনের মামলার আসামী হয়ে মেয়র আইভী বাড়িতে বসে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ডেকে নিয়ে বৈঠক করে এবং ষড়যন্ত্র করছে। আমি নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে বলতে চাই অনতিবিলম্বে খুনি সেলিম ওসমান ও মেয়র আইভীকে গ্রেফতার করবে নারায়ণগঞ্জবাসীকে সুখে শান্তিসে বসবাস করার সুযোগ করে দিবেন।
১৪ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে শহরের কিল্লারপুল এলাকায় ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।