দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বহির্ভুত কাজ করায় আবারও মদনপুর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি রুহুল আমিনকে বহিস্কার করা হয়েছে।
রোববার (৫ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ।
তার বিরুদ্ধে অভিযোগ আওয়ামীলীগের রাজনীতি করলেও প্রতিবারই দলীয় শৃঙ্খলাকে তোয়াক্কা না করে সংগঠন বহির্ভুত কাজ করে আসছে।
এরআগে ২০২১ সালে ১১ নভেম্বর অনুষ্ঠিত মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী (নৌকা) প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে।
সেই নির্বাচনের ৫ দিন পূর্বে ৬ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কার্যকারি কমিটির সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা অনুযায়ে মোঃ রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছিল। পরে অদৃশ্য কালো ইশারায় পুনরায় তার পদে বহাল হয়।