নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে আমরা রাজপথে ছিলাম। আন্দোলন সংগ্রামে বাধা বিপত্তিকে পেরিয়ে আমরা স্বাধীন হতে পেরেছি এবং আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। আগে ঘরে বাইরে, চায়ের দোকানে আমরা কেউ স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। নিজের মত প্রকাশ করতে পারি নাই। অনেক ত্যাগের বিনিময়ে, কষ্টের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এখন সময় আমাদের নারায়ণগঞ্জকে সুন্দর করে গড়ে তোলার।
৩১ জানুয়ারী (শুক্রবার) রাতে ফতুল্লার গাবতলী এলাকায় বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গাবতলী ফ্রেন্ড্রস ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমিসহ নেতাকর্মীরা কাজ করে আসছি। মানুষের ভালোর জন্য কাজ করতে গিয়ে আমরা ত্যাগ স্বীকার করেছি। গুলি খেয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি। নিজের বাবা-মায়ের জানাযায় অংশ নিতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই। আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা আমাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক তারেক রহমানের আদর্শ বুকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি।
৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মাহবুবুল হক আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুর মতিন সিকদার, মোঃ আব্দুর রশিদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মামা সুমন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তোফায়েল আহাম্মেদ, ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল মোল্লা, যুবদল নেতা হৃদয়, এরশাদ, ইয়াছিন, আলামিন, নাজমুল প্রমূখ।