বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

‘আমাদের পূর্ব ধর্মগঞ্জ’ নামে ফেক আইডি’র টার্গেট বিএনপি নেতৃবৃন্দ

সিটি নিউজ / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের স্বেরাচারী দোসররা সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার ও কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করছে বলেও উঠেছে অভিযোগ। শুধু বিভিন্ন নেতাকর্মী নয় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের বিরুদ্ধেও অপপ্রচারের অভিযোগ উঠেছে স্বেরাচারী দোসরদের নিয়ন্ত্রিক এ ফেক আইডিগুলোর বিরুদ্ধে। স্বেরাচারী দোসরদের নিয়ন্ত্রনে পরিচালিত এমন এক ফেক আইডির সন্ধান পাওয়া গেছে।

সূত্রমতে, ‘আমাদের পূর্ব ধর্মগঞ্জ’ নামক একটি ফেক আইডি ব্যবহার করে গত কয়েকমাস ধরেই এনায়েতনগর ইউনিয়নের বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে এ আইডির নিয়ন্ত্রকের বিরুদ্ধে৷ আইডির লিংকে প্রবেশ করলে দেখা যায় কভার ফটোতে ‘বঙ্গবন্ধুর’ ছবি এবং প্রোফাইল পিকচারে ‘কালো’ আকাশের পিক দেয়া এবং আইডির পোষ্টগুলো অধিকাংশই এনায়েতনগর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির ছবি দিয়ে কুৎসা রটানো পোষ্ট। যে পোষ্টগুলোর মাধ্যমে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সম্মানহানি করা হয়েছে।

এমনকি যুব উন্নয়ন স্বেচ্ছাসেবকদলের যুব কল্যান সম্পাদক মোঃ রাজীব হোসেন ভূইয়াকে জড়িয়েও গত কয়েকদিনে ধরেই মানহানি কর পোষ্ট ছড়ানো হচ্ছে ‘ আমাদের পূর্ব ধর্মগঞ্জ’ নামক এ ফেক আইডির মাধ্যমে। এঘটনায় ভোক্তভোগী রাজীব হোসেন ভূইয়া ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার (ওসি) শরীফুল ইসলাম জানান, আমাদের পূর্ব ধর্মগঞ্জ’ নামক এক ফেক আইডি দিয়ে স্থানীয় লোকজনদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে (এটা হচ্ছে) সাইবার ক্রাইম অপরাধ। অভিযোগ গুরুত্ব সহকারে আমরা তদন্ত করব এবং সাইবার অপরাধীদের আইনের আওতায় আনতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই