নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলায় গত ১০ বছরে বিচারের দুটি ধাপ শেষ হয়েছে। হত্যাকান্ডের পর তিন বছরের মধ্যে দুটি ধাপে বিচারিক আদালত ও হাইকোর্টে শেষ হয় বিচার। পরে সেই মামলার চূড়ান্ত বিচার সাত বছর ধরে আপিল বিভাগে ঝুলে আছে।
দীর্ঘ সময় ধরে আপিলসহ ডেথ রেফারেন্স (আসামিদের মৃত্যুদন্ড- অনুমোদন) আবেদন নিষ্পত্তি না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন নিহতের পরিবার ও স্বজন।
পাশাপাশি বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবে না হওয়ায় ৭ পরিবারের মধ্যে ৫টি পরিবার অর্থাভাবে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে।
এদিকে সন্তান হত্যার বিচার দেখার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে মারা গেছেন নিহত সিরাজুল ইসলামের বাবা মনির হোসেন। জামাতা হারানোর শোক নিয়ে পৃথিবী ছেড়েছেন কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম।
এখন সন্তান হত্যার বিচার দেখে যেতে পারেবন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের। সরকারের কাছে নিহতের স্বজনদের একটাই দাবি, উচ্চ আদালতের রায় যেন দ্রুত কার্যকর করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটন ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম।
অপহরণের ৩ দিন পর ৩০ এপ্রিল নজরুল ইসলাম ও চন্দন সরকারসহ ৬ জন এবং ১ মে সিরাজুল ইসলাম লিটনের লাশ একে একে ভেসে উঠে শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায়।
আলোচিত এই হত্যাকা- এক সময় দেশের গন্ডি পেরিয়ে বিদেশি গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। আর এই সমালোচনার ঝড় তোলার প্রধান কারণ ছিল এর সঙ্গে জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা র্যাবের তিন কর্মকর্তা (লে. কর্নেল তারেক সাঈদ, লে. কমান্ডার এমএম রানা, মেজর আরিফ) ও হত্যাসহ একাধিক মামলার আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নূর হোসেনের জড়িত থাকার ব্যাপারটি।
এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই চাঞ্চল্যকর মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যবেক্ষণ করে ৩৩ মাস পর এই মামলার রায় প্রদান করেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদ-, বাকি ৯ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন।
দ-প্রাপ্তদের মধ্যে ২৫ আসামিই র্যাব সদস্য। পরে আসামি পক্ষের লোকজন উচ্চ আদালতে রায়ের বিপক্ষে আপিল করলে উচ্চ আদালত ২০১৭ সালের ২২ আগস্ট কাউন্সিলর নুর হোসেন ও বরখাস্তকৃত লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কামান্ডর মাসুদ রানাসহ ১৫ জনের মৃত্যুদ- বহাল রাখেন। ১১ জনকে যাবজ্জীবন কারাদ- এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন।
হাইকোর্টের মৃত্যুদ- বহাল থাকা ১৫ আসামি হলেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক দুই কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন, ল্যান্সনায়েক বেলাল হোসেন, হাবিলদার মো. এমদাদুল হক, আরওজি-১ মো. আরিফ হোসেন, ল্যান্সনায়েক হিরা মিয়া, সিপাহি আবু তৈয়ব আলী, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন ও সৈনিক তাজুল ইসলাম।
মৃত্যুদ- পরিবর্তন হয়ে যাবজ্জীবনপ্রাপ্ত ১১ আসামি হলেন– সৈনিক আসাদুজ্জামান নূর, সার্জেন্ট এনামুল কবির, নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান, রহম আলী, আবুল বাশার, মোর্তুজা জামান, সেলিম, সানাউল্লাহ, শাহজাহান ও জামালউদ্দিন।
এদের মধ্যে পলাতক পাঁচ আসামি হলেন সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন, সৈনিক তাজুল ইসলাম, নূর হোসেনের সহকারী সানাউল্লাহ সানা ও ম্যানেজার শাহজাহান।
এ ছাড়া বিচারিক আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে কারাদ-প্রাপ্ত ৯ আসামিও র্যাবের বরখাস্ত কর্মকর্তা ও সদস্য। তাদের মধ্যে কনস্টেবল (পরে এএসআই পদে পদোন্নতি পেয়ে নৌ থানায় কর্মরত) হাবিবুর রহমানের ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহি নুরুজ্জামানের ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিন সাত বছর করে কারাদ-াদেশ উচ্চ আদালতে বহাল রয়েছে। তাদের মধ্যে মোখলেসুর রহমান ও কামাল হোসেন পলাতক।
রায় ঘোষণার পর তৎকালীন জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আদালতের রায়ের পর্যবেক্ষণে সাংবাদিকদের জানিয়েছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলর নূর হোসেন ও নজরুল ইসলামের মধ্যে বিরোধের জেরেই সাত খুনের ঘটনা ঘটেছে।
সুশৃঙ্খল বাহিনী র্যাবের উচ্চভিলাষী কয়েকজন জনতার সঙ্গে মিশে এ হত্যাকা-গুলো ঘটিয়েছে। যেখানে শুধু নজরুল একক টার্গেট থাকলেও প্রাণ হারাতে হয়েছে আরও নিরীহ ছয়জনকে।
পর্যবেক্ষণে আদালত আরও বলেছেন, এটি একটি সুশৃঙ্খল বাহিনীর কিছুসংখ্যক দুষ্কৃতকারী এবং রাজনৈতিক ব্যক্তি তথা সন্ত্রাসীদের কাজ। এখানে নূর হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। নজরুল ইসলামও সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলর নূর হোসেন ও নজরুল ইসলামের মধ্যকার বিরোধ ও দ্বন্দ্বেই সাত খুনের ঘটনা ঘটেছে। দুইজনই সন্ত্রাসী ছিলেন, দুইজনের ছিল বিশাল বাহিনী। দুইজনই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
নূর হোসেনের প্রধান টার্গেট ছিলেন নজরুল। কিন্তু এখানে একজন নজরুলকে হত্যা করতে গিয়ে নূর হোসেন বাহিনী ও র্যাব সদস্যদের দ্বারা হত্যাকা-ের শিকার হতে হয়েছে নিরীহ আরও ছয়জনকে।
এদিকে, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই রায় মামলার বিচার দ্রুত গতিতে এগিয়ে যায়। কিন্ত আসামি পক্ষ সুপিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করলে এই মামলাটি গতি হারিয়ে যায়। বিগত সাত বছর ধরে মামালাটি বিচার কাজ ঝুলে আছে। বর্তমানে রায়টি হাইকোট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি অপেক্ষায় রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কমিশন মাহবুবুর রহমান মাসুম জানান, জেলা জজ ও হাই কোর্টের রায় নারায়ণগঞ্জবাসীর জন্য স্বস্তির। উচ্চ আদালতে কার্যক্রম দ্রুত সময়ে নিস্পত্তি করার জন্য প্রধান বিচার প্রতির হস্তক্ষেপ ও দ্রুত এ ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাই।
নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বলেন, ৩ বছরের মধ্যে নি¤œ আদালতে ও উচ্চ আদালতে সাত খুনের মামলা দ্রুত রায় হয়েছে। এরপর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ৫ বছর ধরে মামলাটি ঝুলে আছে। এখন মামলার বাদী হলো সরকার। আমরা তো আর কিছুই করতে পারছি না।
এখন যা কিছু করার, সরকারকেই করতে হবে। এটা এখন সরকারের নৈতিক দায়িত্ব। তারপরও আমরা অপেক্ষায় আছি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ১০টি বছর পার করেছি। জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে।
সরকারি দলের লোক ও সরকারি বাহিনী দিয়ে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে। এ হত্যাকা-ের বিচার সম্পন্ন করা শুধু নিহত ব্যক্তিদের পরিবারের চাওয়া নয়, এটি সারা দেশের মানুষের চাওয়া।
রায় কার্যকর হওয়া আমরা জীবিত থাকতেই দেখে যেতে পারব কিনা তাও জানি না। আমরা এ মামলা নিয়ে চরম অনিশ্চয়তায় মধ্যে আছি। দ্রুত সাত খুন মামলার বিচারকার্য শেষ করে আসামিদের মৃত্যুদ- কার্যকর করবে এই আশায় এখনো বেঁচে আছি।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী নুপুর বেগম বলেন, দশ বছর ধরে বিচারের আশায় বুক বেঁধে আছি। কিন্তু বিচারের তো পাচ্ছি না। বিচার চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়েছি।
নিহত যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই কাউন্সিলর মিজানুর রহমান বলেন, তার বাবা খুব অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি। আজ ভাইয়ের মৃত্যুবার্ষিকী।
বাবা হাসপাতালে যাওয়ার আগে ভাইকে খুঁজছেন। চিকিৎসকরা বলছেন, বাবার অবস্থা খুবই সংকটাপন্ন। মৃত্যুর আগে যেন ভাইয়ের খুনিদের বিচার দেখে যেতে পারেন সেই কামনা করেন বাবা।
তিনি বলেন, আদালত শিগগিরই শুনানি শেষে রায় কার্যকর করবেন বলে বিশ্বাস।
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী সেলিনা ইসলাম বলেন, ‘সাত খুনে মারা যাওয়া মানুষগুলো শুধুই স্মৃতি। যাঁরা মারা গেছেন, তাঁরা তো কবরে আল্লাহর কাছে চলে গেছেন। যাঁরা জীবিত আছেন, এই প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে বেঁচে আছেন, সেটা কাউকে বলে বোঝাতে পারব না। কষ্টে বুকটা ফেটে যায়।’
প্রথমদিকে নি¤œ আদালত ও উচ্চ আদালতে মামলার রায় দ্রুতই হয়েছিল। এখন মামলার কোনো অগ্রগতি দেখছি না। আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। আমরা এ মামলার বিচার পাব কিনা তাও জানি না। মামলাটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এখনো ঝুলে আছে।
এ দেশে কত মামলা নিষ্পত্তি হচ্ছে। বিচার বিভাগের কাছে দাবি দেশব্যাপী আলোচিত এ সাত খুন মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এতটুকু চাওয়া, যাতে সাত পরিবারের দিকে তাকিয়ে হলেও তিনি মামলাটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন। আমরা সাতজনকে হারিয়েছি। তাদের তো আর ফিরে পাব না। আমরা যেন এ নৃশংস হত্যাকা-ের সুষ্ঠু বিচার অন্তত পাই।
অপর একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বলেন, আমরা হতাশ। উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। শিগগিরই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করে মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতি কাছে আবেদন করার জন্য অনুরোধ করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, নি¤œ আদালত এই মামলার সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক সম্পন্ন করে বিজ্ঞ বিচারক আসামিদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। নি¤œ আদালতের এই রায় উচ্চ আদালতে বহাল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ৭ খুনের ঘটনাটি শুধু এ দেশেই নয় দেশের বাইরেও নাড়া দিয়েছিল। দেশের বাইরে থেকেও এর সুষ্ঠ বিচারের দাবি উঠেছিল। নারায়ণগঞ্জের ৭ খুন মামলাটি বর্তমানে মহামন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
এই খুনের সঙ্গে বিপদগামী কিছু র্যাব সদস্য ও প্রভাশালী সাবেক কাউন্সিলর জড়িত। ওই গোষ্ঠিটি র্দীঘদিন এই হত্যাকা-ের বিচার যাতে না হয়, সেই চেষ্টার তদবির চালিয়ে আসছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্টের রায় বহাল থাকবে- এমন প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রের কাছে তিনি দাবি জানান, এই মামলাটির দ্রুত শুনানি এবং নিষ্পত্তি করে রায়টি দ্রুত কার্যকর করার।