রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শিল্প কলকারখানায়

কারা চাঁদাবাজী করছে সব জানা, ছাড় হবে না: গিয়াসউদ্দিন

মিলন বিশ্বাস হৃদয় / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরে জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের চেয়ারম্যান বার বার বলেছে বিএনপির আদর্শ হচ্ছে দেশপ্রেম, দেশ ও মানুষের কল্যানে কাজ করা। এ পাঁচ তারিখের পরে কিছু কিছু দলের নেতাকর্মী বিপদগামী হয়েছে। নৈতিকতাকে বির্সজন দিয়ে অন্যায়ের কাজে লিপ্ত হয়েছে। যার মাধ্যমে দলের বদনাম হয়েছে, দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। সাথে সাথে তিনি কঠিন হয়েছেন। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। ইতোমধ্যে আমাদের অনেককে দল থেকে বহিস্কার করেছেন। অনেকের পদ কেড়ে নিয়েছেন। অনেকভাবে ওনি চেষ্টা করছেন যাতে কেউ জনগণের চাহিদার বিপরীতে কোন কাজ না করে।

শনিবার (১২ এপ্রিল) বিকালে ফতুল্লা থানাধীন ভূঁইগড় এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সিনিয়র সহ সভাপতি সুলতান মাহামুদ মোল্লার সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় গিয়াস বলেন, তিনি (তারেক রহমান) বলেছেন বিএনপির মধ্যে যতশক্তিশালী ব্যক্তিই হোক যদি চাঁদাবাজীতে, দখলবাজীতে, মাস্তানীতে দলের বদনাম হয় এমন কাজে লিপ্ত হয়, কাউকে রেহায় করা হবে না। আমিও বলতে চাই, তার নির্দেশনা আমরা মেনেই চলছি। ফতুল্লা থানা বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যখন আমি দায়িত্বে ছিলাম যারা অন্যায় অপরাধের সাথে লিপ্ত হয়েছে, এদের অনেককেই বহিস্কার করে দেয়া হয়েছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াউদ্দিন আরও বলেন, অনেকের সাথেই আমাদের সর্ম্পক আমরা ছিন্ন করে দিয়েছি। কারণ, আমাদের নেতার নির্দেশ আমরা মেনেছি। অনেকেই হয়তো বলবেন অনেক সন্ত্রাসী অনেক চাঁদাবাজ, এখনওতো অনেক বড় বড় কথা বলে, অনেক নীতিবাক্য শোনায়। হ্যাঁ, হতে পারে আমাদের নেতা থাকেন অনেক দূরে ওনার কাজকর্মগুলো করান আমাদেরকে দিয়ে। আমাদের মধ্যে যারা নেতা তারাওতো অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। অর্থ সম্পদ কোন কোন উৎস পেয়ে তার নির্দেশনার বাইরে কাজ করতে পারি। দৃঢ় বিশ্বাস রাখেন, তারেক রহমান সাহেব অবিলম্বে দেশে আসবেন। যারাই অপরাধ করছে সেগুলো তুলে রাখেন। সবকিছু আপনারাদের জানা আছে এগুলো তার কাছে পেশ করা হবে। ইনশাআল্লাহ্ তাদেরকে রেহায় দেয়া হবে না।

সাবেক সাংসদ বলেন, কে মাদকের ব্যবসার সাথে জড়িত, কে কার জমি দখল করে, কে ঘর-বাড়ী দখল করে, কে কোথায় শিল্প কলকারখানায় চাঁদাবাজী করে সব কিছু জানা। কাজেই এগুলোর শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যারা স্বৈরাচারের দোসর ছিলো, শেখ হাসিনার ল্যাসপেন্সারদের সাথে বিভিন্ন কাজে যুক্ত ছিলো, তাদেরকে যেন দলের কেউ টেনে না নেই। কিন্তু লক্ষ্য করা যায় অনেকে লুটপাট করার জন্য, চাঁদাবাজী করার জন্য, তার শক্তিকে বৃদ্ধি করার জন্য স্বৈরাচারের দোসরদের টেনে আনছে। ফেইসবুকে দেখলাম, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানার কিছু কিছু গডফাদার সন্ত্রাসীদের সহকর্মী তাদেরকে টেনে আনা হচ্ছে। এগুলো সংরক্ষণ করবেন নেতার কাছে দিতে হবে। এদেরকে ছাড় দেয়া যাবে না। জনগণ এদেরকে পছন্দ করে না। এরা দলে থাকলে দলের ক্ষতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই