মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

কোন অপশক্তির কাছে জনগণ মাথা করবে না: অ্যাড. সাখাওয়াত

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের সা¤্রাজ্যবাদী থাবার মাধ্যমে তারা আবারও ক্ষমতা আসতে চায়। আমরা বলে দিতে চাই কোন অপশক্তি সা¤্রাজ্যবাদীর কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করে নাই। আর ভবিষ্যৎও করবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে। গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই ছাত্র জনতা আন্দোলনে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। তারা আর রক্তের সাথে বেঈমানি করবে না। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ভারত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় বন্দর ২৩নং ওয়ার্ডের একরামপুর এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা বিএনপির উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, ভারত বাংলাদেশের গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষে না থেকে একটি স্বৈরশাসকের পক্ষ নিয়েছে। আমরা ভারতকে বলে দিতে চাই এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে থাকতে হবে। কোন স্বৈরাচারীর পক্ষে আপনারা দিক নির্দেশক হিসেবে পরিচালিত হবেন না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আজকে ভারত চাচ্ছে এদেশের হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের অকারেন্স করে তারা বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপাতে। শুধু তাই নয় অন্তবতী সরকারকে তারা বিভিন্নভাবে বদনাম করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমরা কুটক্তি মহলের কোন হঠকারী সিদ্ধান্তের ফাঁদে পা দিব না। আওয়ামী লীগের কোন নেতাকর্মী যেন আবারও মাথাচাড়ান দিয়ে না উঠতে পারে। তার জন্য পাড়া মহল্লায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।

বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহম্মদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. কাজী নজরুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, হাবিবুর রহমান মাসুদ, স¤্রাট হাসান সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই