ফতুল্লা থানাধীন কাশীপুর এনায়েতনগর এলাকায় ক্রোনী এ্যাপারেলসে গত ১০ মার্চ আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টানা ৩ ঘন্টা খোঁজাখুঁজির পর ওয়েট স্কেলের নিচে ২টি বুষ্টারসহ বাইপাস লাইন শনাক্ত হয়। টানা ৩ দিন ফ্যাক্টরির বিভিন্ন পয়েন্টের মাটি খনন করে ১২ ইঞ্চি বিতরণ লাইন হতে অবৈধ বাইপাস লাইনের উৎস খোঁজে বের করা হয় এবং উৎস হতে কিলিং করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: শাহীদুর রহমান, ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা মো: মামুনুর রহমান, জোবিঅ-এনায়েতনগর এর ব্যবস্থাপক প্রকৌশলী শাকিল মন্ডল এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরবৃন্দ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ ফতুল্লা থানাধীন কাশীপুর এনায়েতনগর এলাকায় ক্রোনী এ্যাপারেলসে অবৈধভাবে গ্যাস সংযোগ নিতে গিয়ে বিস্ফোরণে এক কর্মচারি আহত হন। পরে ০৯ মার্চ জেলা প্রশাসনের উপস্থিতিতে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় গ্যাস বিল ও জরিমানা বাবদ শিল্পরানে ৬ কোটি ৫০ লক্ষ এক হাজার আঠারো টাকা আশি পয়সা এবং ক্যাপটিভ পাওয়ার রানে এক কোটি চার লক্ষ উনিশ হাজার একশত বিরানব্বই টাকা পয়ষট্টি পয়সা ধার্য করে গ্রাহককে পরিশোদের জন্য প্রেরণ করা হয়। যা পরিশোধ না করায় মানি মোকাদ্দমার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গত ০৫ মার্চ ক্রোনী এ্যাপারেলসের মোট ১০,১২,০০,০৩৫ টাকা বকেয়ার জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ (জোবিঅ-এনায়েতনগর-কাশীপুর)।