মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

৩৫নং সিরাজদৌল্লা রোড ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের ইফতার ও দোয়া

খান পরিবার ব্যবসায়ীদের সাথে ছিলো আছে থাকবে: মামুন খান

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

শহরে ৩৫নং সিরাজদৌল্লা রোড ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মার্চ) বিকালে শহরের ১নং রেলগেটস্থ শীতলা মন্দির সংলগ্ন এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ভাই মরহুম দৌলত হোসেন খান ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক মামুন হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সদর থানা জাসসের যুগ্ম আহ্বায়ক মো: সালেহ আহমেদ সনেট।

দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মামুন খান তার বক্তব্যে বলেন, আমি সহ আমার গোট খান পরিবার ব্যবসায়ীদের সাথে আছি এবং থাকবো। আপনারা নির্দ্বিধায় আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করুন। যদি কেউ বাধার সৃষ্টি করে আমাদের বলবেন, কোন সংকোচ করবেন না, ভয় পাবেন না। খান পরিবারের দরজা আপনাদের জন্য খোলা রয়েছে। আমরা আপনাদের সাথে সকল বাধা বিপত্তি ও শত প্রতিকূলতা দূর করবো ইনশাআল্লাহ্।

আলোচনায় পারভেজ মল্লিক বলেন, বিগত আওয়ামী সরকার দেশের গরীব দু:খী ও মেহনতি মানুষের সাথে যে অন্যায় অবিচার ও শোষণ করে গেছে, ইনশাআল্লাহ্ ওই ধরনের ঘাতক ও অত্যাচারিদের বিরুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানের পক্ষে আমাদের কঠোর অবস্থান ছিলো আছে এবং থাকবে। জাকির খানের অবর্তমানে আপনারা (ক্ষুদ্র ব্যবসায়ী) যে কোন প্রয়োজনে দিন-রাত ২৪ ঘন্টা মামুন খানের সাথে যোগাযোগ করবেন। আমরা কথা দিয়ে যাচ্ছি শুধু মামুন খানই নয়, গোটা খান পরিবার আপনাদের পাশে থাকবে।

‘কোন সন্ত্রাস, চাঁদাবাজা নারায়ণগঞ্জে থাকতে পারবে না’ উল্লেখ করে জিয়াউর রহমান জিয়া বলেন, সন্ত্রাসীদের কাছে কোন ব্যবসায়ী জিন্মি থাকতে পারবে না। ব্যবসায়ীদের কাছে কোন চাঁদাবাজ আসলে, আমার নেতা জাকির খান বলেছে ‘আগে তাকে ধরে বেঁধে রেখে তারপর প্রশাসনকে খবর দাও।’ কোন সন্ত্রাস নারায়ণগঞ্জে থাকতে পারবে না, কোন চাঁদাবাজা থাকতে পারবে না। তাই বলছি, আপনারা সবাই এসব সন্ত্রাস ও চাঁদাবাজীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন আমার নেতা জাকির খান আপনাদের পাশে আছে এবং থাকবে। সুতরাং কোন ভয় পাওয়ার কারণ নাই। আপনারা শঙ্কাহীনভাবে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করুন।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা, তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় এবং জাকির খানের সুস্বাস্থ্য ও তার কারামুক্তি কামনাসহ দেশবাসীর মঙ্গলকামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

৫নং সিরাজদৌল্লা রোড ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহজাহানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মো: মানিক সিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আহমেদ, জনি দেওয়ান, শাহিনুর ইসলাম সুমন, শুক্কুর আলী বেপারী, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শওকত হোসেন, মো: শাহীন খান, মো: সাজু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই