দীর্ঘ ১০ বছর সোনারগাঁবাসীর জন্য দিন রাত পরিশ্রম করেছেন খোকা। সোনারগাঁ‘র অভিভাবক হিসেবে চেয়েছেন সবাই যেন শান্তিতে থাকুক। মাদক, সন্ত্রাস ও ইভ টিজিং মুক্ত এক সমাজ উপহার দিয়েছেন। তবে শুধু ১০ বছরেই সন্তুষ্ট নয় সোনারগাঁবাসী, তারা বার বার লিয়াকত হোসেন খোকাকেই ক্ষমতায় দেখতে চায়। তাই তার নির্বাচনী জনসংযোগে দলীয় নেতাকর্মীর চেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশি লক্ষ্য করা যায়। কারণ তাদের কাছে তিনি লাঙ্গল মার্কা’র প্রার্থী নয়, জনগণের আশা ভরসা‘র প্রতীক।
আরও পড়ুন >>> সোনারগাঁয়ে লাঙ্গলের পক্ষে গণজোয়ার
৩০ ডিসেম্বর সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে জনসংযোগে বের হন সোনারগাঁ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। পথে ঘাটে সবাইকে দিতে থাকেন নির্বাচনী বার্তা, মানুষও তাদের প্রিয় প্রতিনিধির কাছে এসে খুশি মনে হাত মিলায়, অনেকে কাছে ডেকে কোলাকুলি করেন। জনগণের অংশগ্রহণে মিছিল লম্বা হতে থাকে। ঢোল-তবলা আর সানাইয়ের আওয়াজ ছাপিয়ে “লাঙ্গল…লাঙ্গল” কলরব শোনা যায় উচ্চস্বরে।
আরও পড়ুন >>> সোনারগাঁয়ে খোকা ও স্ত্রী ডালিয়ার গণসংযোগে ব্যাপক সাড়া
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শওকত আলী মেম্বার, ইকবাল মেম্বার, রিপন মেম্বার, স্বপন মেম্বার, এজাজ মেম্বার, শামীম মেম্বার, কবির মেম্বার, সাজেদ আলী মেম্বার, খৈয়ম মেম্বার, জাতীয় পার্টি-২ নং ওয়ার্ড সভাপতি আসাদ, সম্ভুপুর ইউনিয়ন সভাপতি এজাজ, সেক্রেটারি তোফাজ্জলসহ অনেকে।