মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নগরী

মিলন বিশ্বাস হৃদয় / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

  • এর পরিনতি ভালো হবে না: মুফতি মাসুম বিল্লাহ্
  • ঐক্যবদ্ধভাবে এ ইহুদি রাস্ট্রকে গুঁড়িয়ে দিতে হবে: আবদুল জব্বার
  • সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে নারায়ণগঞ্জ নগরীতে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি আওতায় ক্লাস বর্জন করে রাজপথে নেমে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কট ও গাজায় দ্রুত গণহত্যা বন্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার আহ্বানও জানান বিক্ষোভকারীরা।

সোমবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে নগরীর চাষাঢ়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এসময় তারা ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশগ্রহণ করেন, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন ছাত্র সংগঠন। এছাড়া বিক্ষোভে অংশগ্রহণ করে সাধারণ জনগণও।

এদিকে বাদ জোহর নগরীর ডিআইটি জামে মসজিদ থেকে ওলামায়ে পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গিয়ে শেষ হয়। অপরদিকে চাষাঢ়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দরা। মিছিলটি চাষাঢ়া থেকে শুরু হয়ে ডিআইটি মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন মহানগরীর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্ বলেন, আজ সারা বিশ্বব্যাপী হরতালের সমর্থনে আমরা সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছি। তারপরও যদি ওই বিশ্বমোড়লদের কানে পানি না ঢুকে তাহলে ওই বিশ্বমোড়লদের বলবো, ‘তোমরা কিন্তু আল্লার শাস্তির জন্য প্রস্তুত হয়ে থাকো। আল্লাহ্ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না। তোমরা যেভাবে জুলুম অত্যাচার শুরু করেছো, আমাদের মা-বোনদের যেভাবে হত্যা করেছো, শিশুদেরকে যেভাবে পাখির মত গুলি করে হত্যা করছো এর পরিনতি ভালো হবে না। তোমরা যদি এর প্রায়চিত্ত করতে চাও অবশ্যই যুদ্ধ বন্ধ করে মুসলিম উম্মার কাছে গাজাবাসীর কাছে আত্মসর্মপন করো।’

বাদ আসর ডিআইটি জামে মসজিদের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী মহানগরী শাখা। মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামী মহানগরীর শাখার আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ‘ফিলিস্তিনের গাজাতে শত শত নারী ও পুরুষকে বর্বর ইসরায়েলি বাহিনী অত্যান্ত ন্যাক্কারজনকভাবে যুদ্ধবিরোতী লঙ্ঘন করে হত্যা করছে। আমরা এ বেদনা কোথাও দেখাতে পাচ্ছি না। আল্লাহ্ রাব্বি আলামিনকে সাক্ষি রেখে বলছি, আমাদের শরীর রয়েছে এখানে কিন্তু আমাদের অন্তর রয়েছে সেই গাজার মাটিতে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে সকল মুসলিম রাস্ট্র সকল মানবিক রাস্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে এ ইহুদি রাস্ট্রকে গুঁড়িয়ে দিতে হবে। এ জন্য বাণিজ্যিকভাবে তাদেরকে বয়কট করতে হবে, অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে, সামগ্রিকভাবে এদেরকে দুনিয়ার বুক থেকে মুছে দিতে হবে।’

এভাবে বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ বিক্ষোভে অনেকটা দিনব্যাপী উত্তপ্ত ছিলো নারায়ণগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই