জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, মানুষ স্বপ্ন দেখে এটা ভালো। দু:স্বপ্ন দেখলে মানুষের কষ্ট করতে হয়, আপনারা জানেন। অনেকেই দু:স্বপ্নে আছে হয়তো আবার ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আবার ক্ষমতা নেবে। আবার গডফাদার নারায়ণগঞ্জে আসবে, আবার রাজত্ব কায়েম করবে। কস্মিন কালেও না। এ চোরেরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবেনা।
এত বাপের বেটি তুমি নও। তুমি একটা চোর, তোমার মেয়ে চোর, তোমার গোষ্ঠি চোর। এদেশে চোরের স্থান নাই।
তিনি বলেন, তারা শুধু হত্যাকান্ডই করেনি তারা চুরি করেছে। জনগণের সম্পদ চুরি করেছে। লজ্জায় মুখ দেখাইতাম না যদি এই রকম চোর হিসেবে মানুষ আখ্যায়িত করতো। এ চোরেরা আবার কিভাবে দেশে আসতে চায়? এ চোরেরা আবার কিভাবে দেশের শাসনভার নিতে চায়? আবার আমাদের হুমকি ধমকি দিচ্ছে, অচিরেই আসবে শেখ হাসিনা, আবার ক্ষমতা নিয়ে আমাদের শায়েস্তা করবে। এত বাপের বেটি তুমি নও। তুমি একটা চোর, তোমার মেয়ে চোর, তোমার গোষ্ঠি চোর। এদেশে চোরের স্থান নাই। জনগণ চোরদেরকে আর ঠাই দেবে না।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা থানাধীন পূর্ব লামাপাড়া এলাকায় এক ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গিয়াসউদ্দিন আরও বলেন, আমরা চাই একটি খুনি মুক্ত, চোর মুক্ত ও সন্ত্রাসী মুক্ত একটি বাংলাদেশ হোক। আর বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। আমরা আমাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে চাই।আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন জনগণের কাছে যাওয়ার জন্য। জনগণের সুখ-দু:খের সাথী হওয়ার জন্য। জনগণ যা পছন্দ করে সেই কাজটা করার জন্য। জনগণ যেটা পছন্দ করে না সেটা থেকে বিরত থাকার জন্য।
কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক এড. খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জিএম সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন প্রমূখ।