আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে বিশাল শোডাউন করেছে বন্দর ২৩নং ওয়ার্ড (আকিজ গেট) বিএনপি নেতা আকবর সেইট ও তানজিল। মঙ্গলবার (০৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে তিনি এ শোডাউন করেন।
মিছিলটি বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ আদালতপাড়ার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড (আকিজ গেট) বিএনপি নেতা আল আমিনসহ আরও অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।