আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে বিশাল শোডাউন করেছে জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ। মঙ্গলবার (০৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে তিনি এ শোডাউন করেন।
মিছিলটি চাঁনমারি (টেক্সি স্ট্যান্ড) এলাকা থেকে শুরু হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ আদালতপাড়ার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।