মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর নেতৃত্বে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের সেন্ট্রাল খেয়াঘাট (১নং খেয়াঘাট) এলাকা থেকে জাকির খানের পক্ষে এ র্যালিটি বের করা হয়।
এদিকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। এদিন সকাল থেকেই মহানগর মৎস্যজীবী দলের আওতাধীন বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতকর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় জড়ো হয়। সকল নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পর সেখান থেকে মিঠুর নেতৃত্বে বের করা হয় একটি বিশাল র্যালি। র্যালিতে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় পতাকাসহ রঙ বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ‘আজকের এ দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও ছালাম’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর শেইট, তানজীল, রমজান, মামুন, রশীদ, আসলাম, আলামীন, মানিক, সুজন, শরীফ, হানিফ, নুরু, সুমন, পাভেল, রিপন, নাহিম, রফিক, সানী, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মো: রুবেল, রিপন, শহীদ, মহিউদ্দিন, জাহাঙ্গীর, মনির, মনতাজ, ইমরান পাঠান, কাজী সৈকত, শাহাবুদ্দিন, রাসেল, হানিফ, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো: খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনসহ আরও অনেকে।