মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের প্রভাত ফেরীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে মহানগর বিএনপি নেতা মির্জা সেলিম। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত পৌণে ১২টায় শহরের ১নং রেলগেটস্থ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
এসময় শত শত নেতাকর্মীরা ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাকির খানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে মিছিল বেশ সড়ক প্রদক্ষিণ করে শহরের ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন ও সুলতান মাহমুদসহ আরও অনেক নেতকর্মী।