মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া বলেছেন, আমার নেতা জাকির খান কোন এমপি হতে চান না, কোন মেয়র হতে চান না। ওনি শুধু চান আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা নিয়েই তিনি বেঁচে থাকতে চান। তবে আপনারা যদি চান আর কেন্দ্রও যদি মনে করে তাকে নমিনেশন দিবেন। তাহলে তিনি সেটা মাথা পেতে নেবেন। আপনারা শুধু তার জন্য দোয়া করবেন। তিনি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারে, আপনাদের পক্ষে কথা বলতে পারে।
সাব্বির হত্যা মামলার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে শোডাউনপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (০৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে চাঁনমারি এলাকাতে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
সমাবেশে জিয়া আরও বলেন, তিনি বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আপনারা তার জন্যও দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন। পাশাপাশি বলতে চাই, তারুণ্যের অহংকার তারেক রহমানের মামলাগুলোও যেন দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয় সেজন্য আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছি। তারেক রহমান দ্রুত সময়ে বীরের বেশে দেশে ফিরে বিএনপির হাল ধরুক, সেই ব্যবস্থা ও পরিবেশ যেন প্রধান উপদেষ্টা করে দেন। তার কাছে এটাই আমাদের চাওয়া।
বক্তব্য শেষে জিয়ার নেতৃত্বে বের করা হয় বিশাল মিছিল। মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ আদালতপাড়ার সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, পরিবেশ বিষয়ক সম্পাদক জনী দেওয়ান, আনোয়ার গাজি, শাহিনুর ইসলাম সুমন, মোজাম্মেল, মো: আলী, পরান মিয়া, মো: ওয়াসিম, মো: সাইফুল প্রমূখ।