বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী শীতবস্ত্র (কম্বল) নিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। সোমবার (২০ জানুয়ারী) বন্দর খেয়াঘাট, নারায়ণগঞ্জ লঞ্চঘাট ও নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে মিঠু বলেন, যদিও দীর্ঘ বহু বছর ধরে অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে সবসময়ই মানবিক কাজ করে থাকি। তাই চিন্তা করলাম, আজ যেহেতু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন, সেহেতু সেই উপলক্ষটাকে কাজে লাগিয়ে যদি ভালো কিছু করা যায়। সেই চিন্তাভাবনা থেকেই মূলত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো। খোলা আকাশের নিচে যারা বাস করেন সেই সব অসহায় ও গরীব মানুষের কাছে গিয়ে তাদের হাতে কম্বল তোলে দিয়ে তাদের মুখে কিছুটা হাসি ফোটানোর চেষ্টা করছি। বিনিময়ে তাদের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং আমরা প্রাণের নেতা জাকির খানের জন্য দোয়া চেয়েছি।
তিনি বলেন, আসলে আমার নেতার নির্দেশেই আজ আমরা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। কারণ, তিনি চান আমরা যেন সবসময় সমাজের পিছিয়ে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষদের পাশে থাকি। এবং আমরা সেই নির্দেশ মোতাবেকই তাদের পাশে থাকার চেষ্টা করছি।
বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু আহমেদ বলেন, আমি এমন একটা সংগঠনের সাথে জড়িত যেই সংগঠনের কাজই হলো জনসেবা করা। স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ক্লান্তিমাখা মুখে হাসি ফুটিয়ে তোলা। ছিন্নমূল মানুষের হাতে কম্বল তোলে দিতে পেরে সত্যিই আমি ভীষণ আনন্দিত। আল্লাহ্’র কাছে প্রার্থণা করি তিনি যেন এমন ভালো কাজ আমাকে দিয়ে বার বার করান।
শম্ভুপুরা ইউনিয়নের সাবেক সফল ছাত্রদলের সভাপতি মোঃ ওমর সানী ফারুক, কখনো সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে অবহেলা করা ঠিক নয়। আমরা প্রায় সময় দেখি তারা আমাদের দ্বারা নিগৃহিত হন। তখন ভীষণ কষ্ট লাগে। তারাতো আমাদের দেশেরই মানুষ। যদি তাদের পাশে না দাঁড়াতে পারেন তাহলে তাদেরকে কেন অবহেলা করবেন। আসলে আমরা সবাই মিলে যদি তাদের পাশে দাঁড়াই সমাজটা আসলেই এমন থাকবে না। মানুষ হয়ে জন্মেছি। মানুষের কাজইতো হলো মানুষের পাশে দাঁড়ানো। আজকে যে আমরা তাদের হাতে কম্বল তোলে দিচ্ছি, আমি মনেকরি এটা আমাদের দায়িত্ব। আমরা শুধু আমাদের দায়িত্বটুকু পালন করেছি মাত্র। এভাবে সবাই যদি এ সামান্যটুকু দায়িত্ব পালন করি, তাহলে সমাজটা আনন্দে ভরে উঠছে।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, মোঃ রবি, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু আহমেদ, শম্ভুপুরা ইউনিয়নের সাবেক সফল ছাত্র দলের সভাপতি মোঃ ওমর সানী ফারুক, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ আসাদুজ্জামান সানী, বন্দর থানা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মাস্তান, সদস্য মোঃ সাদ্দাম হোসেন, ২২নং ওয়ার্ড মৎস্য জীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইমরান খান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, ২৩ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, ইকবাল হেসেন, দেলোয়ার, আশরাফুল, রিয়াদ প্রমূখ।