বন্দরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বন্দরের জাওতলা এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে ‘জাকির খান মুক্তি পরিষদ’ বন্দর থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খানের একনিষ্ঠ কর্মী মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। পরে দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আব্দুল আল মামুন, আল আমিন, রনি, ‘জাকির খান মুক্তি পরিষদ’ বন্দর থানা শাখার নেতা আয়নাল হক খান, শাওন, সুজন, শাহ আলম, সামসুল উদ্দিন, মো: নাছির, মো: রাজু প্রমূখ।