নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল হাসান মিঞা বলেন, জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে সে রক্তের ঋণ আমাদেরকে পরিশোধ করতে হবে। এ রক্তের ঋণকে আমরা অবজ্ঞতা করব না।
বিশেষ করে আপনারা কিশোর গ্যাং ও মাদকের কথা বলেছেন। মাদকের বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। তার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
আমাদের দেশের সম্পদ বলতেই জনগণ। আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকলেই একটা দায়বদ্ধতা আছে। সুতরাং সেই দায়বদ্ধতা থেকে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে চাই। এই সুন্দর ব্যবস্থা করতে হলে আমাদের প্রথমেই মাদককে নির্মূল করতে হবে।
নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এ সময় ডিসি মোহাম্মদ জাহিদুল হাসান মিঞা আরও বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। যদি সবাই একত্রিত হয়ে কাজ করে তাহলে আমি বিশ্বাস করি সবকিছুই সম্ভব।
নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। ব্যবসায়িক ও ঐতিহ্যর দিক থেকে এই জেলার ব্যাপক পরিচিতি ও গুরুত্ব অনেক বেশি।
কিন্তু বিভিন্ন ঘটনার কারণে মানুষ নারায়ণগঞ্জকে নিয়ে বিভিন্ন সময় নেগেটিভ চিন্তাভাবনা করে। আমরা যদি সকলে একত্রিত হয়ে কাজ করি তবে ইনশাল্লাহ নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আমরা পজিটিভ ভাবে নারায়ণগঞ্জ থেকে আগামীতে রিপ্রেজেন্ট করতে পারব। এখন থেকে যারা নারায়ণগঞ্জে আসবে তারা মুক্ত মন নিয়ে আসবে এবং মুক্ত মন নিয়ে নারায়ণগঞ্জের কাজকর্ম করবে।
নারায়ণগঞ্জেরবাসির জন্য একটি মুক্ত আকাশ গড়ে তুলতে চাই। আপনাদের কাছে যে আশ্বাস ও সহযোগিতা পাচ্ছি ইনশাআল্লাহ বিশ্বাস করি নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলবো। যেখানে মানুষের ভিতরে কোন বড় ভিত্তি থাকবে না মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে। আর নারায়ণগঞ্জ যে সমস্যা গুলো বিভিন্ন নেতৃবন্দ বলেছেন সকলকে নিয়ে সকল সমস্যাগুলো সমাধান করবো।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হাসান মিঞা’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি’র সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর জামায়াতের আমীর আব্দুর জব্বার, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,জেলা খেলাফত মজলিসের সভাপতি সিরাজুল ইসলাম মামুন, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।