নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক ভূঁইয়া)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে শহরের মেট্রোহল সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।
এদিন জেলা বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে যুবদল নেতা রফিক হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে সমাবেশে যোগদান করেন। যুবদল নেতা রফিকের মিছিলে দলীয় পতাকা ও জাতীয় পতাকার পাশাপাশি রঙ বেরঙের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। পরে মিছিলটি সভামঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রায় দুই সহস্রাধীক নেতাকর্মী ও যুবদলের সমর্থকরা উপস্থিত ছিলেন বলে জানাগেছে।