আর্ন্তজাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশে বিশাল শোডাউন করেছে জাকির খান মুক্তি পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে জাকির খান মুক্তি পরিষদ। এদিন সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতাকর্মীর ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। সকল মিছিল জড়ো হওয়ার পর সেখান থেকে বেশ কয়েকটি গাড়ী (বন্ধন পরিবহন) দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় নেতাকর্মীরা।
পরে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে পুনরায় মিছিল বের করে জাকির খান মুক্তি পরিষদের নেতাকর্মীরা। প্রায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল এ মিছিলটি নজরকাড়ে ঢাকাবাসীর। মিছিল থেকে জাকির খানের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এসময় নেতাকর্মী ও সমর্থকদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকার রাজপথ। পরে মিছিলটি বিএনপির সমাবেশে যোগদান করে।
মিছিলে উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো: জাকির আহমেদ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মুন্সী মো শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন হৃদয়, সহ সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, মীর রাজিব, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: খোকন, মো: সুমন, সদর থানা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী সোহেল, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল বেপারী, সহ সভাপতি সোহাগ রাজ, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মো রুবেল, মো: কালাম ও মো: কাইয়ূমসহ আরও অনেকে।