জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজীব আহসান বলেছেন, সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। এ কথাটি কখনো মনের মধ্যে আনবেন না যে, ওমুককে দল করতে দেয়া যাবে না। ওমুক আমার কাছে আসেনা, ওমুককে দল করতে দেয়া যাবেনা। দল আপনার সম্পত্তি না। দল করার অধিকার সবার আছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকালে শহরের ডনচেম্বার মেডিস্টার হাসপাতাল সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজীব বলেন, মানুষিকতা ঠিক রাখতে হবে। দলের নেতৃত্ব আমার হাতে আছে, এটি আমানত। এই আমানতের জবাবদিহি হাইকমান্ডের কাছে যেমন করতে হবে, এই যে জাস্টমেন্ট করলেন আপনি, আপনি কিন্তু এখানে বিচারকের ভূমিকায় আছেন। এই যে প্রেসিডেন্ট সেক্রেটারী আমরা যারা আছি এই কমিটিগুলোর বিচারকের দায়িত্ব আমরা আছি না? আল্লাহ্ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন, সবার আগে আমাদের বিচার হবে। সুতরাং ভুলত্রুটির ঊর্ধ্বে হয়তো কেউ না। কিন্তু চেষ্টাটা থাকতে হবে, মানুষিকতাটা থাকতে হবে। সবাইকে নিয়ে দল করতে হবে। এ মানুষিকতা আমার প্রেসিডেন্ট-সেক্রেটারীর রাখতে আমি প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ওমুক নেতা আছে ওমুকের সাথে আমি দল করতে চাই না। আরে বাবা তুই যদি নেতাকে নাই মানিস তাহলে নেতা তোকে পদ দেবে কিভাবে? যিনি নেতা তার সাথেতো কাজ করতে হবে। তুমি স্বেচ্ছাসেবক দল করলে তো আমার সাথে করতে হবে। নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল করতে হলেতো রানা এবং বাবুর সাথে করতে হবে নাকি? দল করলে করতে হবে। যিনি নেতৃত্বে আছেন নেতৃত্ব মেনে চলতে হবে। সেই কাজটি আপনারা করবেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমজি মাসুম রাসেল অ্যাডভোকেট সামলা সোমা, কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, সদস্য সফিকুল ইসলাম দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর সেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, মিঠু প্রমূখ।