আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস (ভয়াল কালো রাত্রি) ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ। শনিবার (২৩ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে ফতুল্লা থানাধীন বাড়ৈভোগ এনায়েতনগর এলাকায় লাখো শহীদদের স্মরণে আলোক প্রজ্জলন ও শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রাথর্ণা করা হবে। এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল ১০ শহরের চাষাঢ়াস্থ বিজয়স্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পন করে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা ছাড়াও আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সংগঠনের সকলকে উপস্থিত থাকার জন্যও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন>>> নানা আয়োজনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস পালন করলো না.গঞ্জ ঐক্য পরিষদ