‘শেখ হাসিনার ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে’ মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির বলেছেন, আজ জিয়াউর রহমানের জন্মদিনকে নিয়ে যেমনিভাবে আমরা গর্ববোধ করি, তেমনি দু:খ প্রকাশ করি এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিছু কুলাঙ্গার, কিছু জলপাই রঙের সেনাবাহিনী দেশ ও বিদেশী চক্রান্তে শেখ হাসিনার ষড়যন্ত্রে তাকে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। সেদিন থেকে শপথ করেছি, জিয়াউর রহমানের আর্দশ বাস্তবায়নের জন্য যত বাধা আসুক, যত অত্যাচার আসুক, যত নির্যাতন আসুক এ দলকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবো।
রোববার (১৯ জানুয়ারী) বিকালে বন্দর আমিন এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের জিয়া এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির বলেন, আমি মনে মনে শপথ নিয়েছিলাম জাকির খানকে মুক্ত করে তার সংবর্ধণা অনুষ্ঠানে আমি বক্তব্য রাখবো। আপনারা জানেন, একুশ বছর পর জাকির খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থেকে সম্মানের সহিত খালাস করতে পেরেছি। আমরা চাই আপনারাদের মাঝে অল্পসময়ের মধ্যে জাকির খানকে ফিরিয়ে আনবো। একটি মামলায় সে এখন পর্যন্ত কারাগারে বন্দি আছে। এ মামলার সময়ও শেষ হয়ে গেছে। আগামী দু’এক মাসের মধ্যেই আপনাদের মাঝে জাকির খানকে ফিরিয়ে আনবো।
সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, সকল আপামর জনসাধারনের সাথে আমাদের মিশে যেতে হবে। কৃষক, শ্রমিক, মাঝি, জনতা এরা সবাই দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন। তাই তাদের সাথে মিশে যাওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, জাকির খান বলেছে নারায়ণগঞ্জে কোন সন্ত্রাস থাকতে পারবে না। কারণ, নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। নারায়ণগঞ্জের মানুষ আমার জন্য যা করেছে, এজন্য আমি তাদের প্রতি চিরদিন কৃতজ্ঞ। আমি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবো না।
বক্তব্য শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ূ সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদের রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সমস্য আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো: ওয়াসিম, জালাল উদ্দিন কালু, লিটন, মো: মালেক মিয়া, রাসেল, সুমন দেওয়ান, শাকিল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো: বাবু, ২২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাবুল ভান্ডারী, মো: তৌসিফ আহমেদ, মো: শাওন আহমেদ, জুয়েল, এমএস রাজু , নিজু, সজল, কৃষান, শাহীনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।