প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে দেওভোগ সাকিম আলী জামে মসজিদের সামনে প্রায় ৫’শতাধীক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল, মীর মোহাম্মদ রাজীব, হাজী মোহাম্মদ সোহেল, লিমন ভূইয়া, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিংরাজ খান প্রমূখ।
ঈদ সামগ্রী বিতরণ শেষে বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু বলেন, গত ২৪ বছর যাবৎ আমরা গরীব ও দুস্থদের মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। আমাদের সমাজের গরীব দু:খী মানুষগুলো যাতে ঈদটা সুন্দরভাবে করতে পারে, সেই উদ্দেশ্যেই আমরা চাউল, চিনি, সেমাই ও মুরগীসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করছি।