নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: খোকন বলেছেন জাকির খানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি থাকবো। দেশবিরোধী যতই ষড়যন্ত্র হোক না কেন, সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে আমরা সর্বদা প্রস্তুত আছি। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।
শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির চরম দুর্দিনে জাকির খানের নির্দেশে আমরা মাঠে থেকে সৈরাচার আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই সংগ্রাম করতে গিয়ে আমিসহ আমার সহকর্মীরা বহু নির্যাতন ও হামলার শিকার হয়েছি। কিন্তু তবুও আমাদের দাবিয়ে রাখতে পারেনি। আমরা তখনও মাঠে ছিলাম, এখনও মাঠে আছি এবং ভবিষ্যতেও মাঠে থাকবো।
তিনি বলেন, জাকির খান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তোলে ধরে আমাদের বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে। এই মহুর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকাটাই সব চাইতে বেশি জরুরী। কারণ, শেখ হাসিনা ভারতে বসে দেশের অর্জিত নতুন স্বাধীনতা ভুলন্ঠিত করতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন। তিনি হিন্দু-মুসলিমদের সাথে দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন। তাই আমরা ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দেবো। পাশাপাশি আগামীতে যাতে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, সেজন্য জনগণের পক্ষে কাজ করতে হবে। জনগণকে সেবার মধ্যদিয়ে খুশি করতে হবে। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণ হাশিমুখে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আসিন করায়। তাই সকল প্রকার বিতর্কীত কর্মকান্ড পরিহার করে দেশ ও জনগণের কল্যানে কাজ করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ্, আমরা তার সেই নির্দেশনা মোতাবেক কাজ করে চলেছি।
এছাড়া গার্মেন্টস শ্রমিক দলের এ নেতা জাকির খানের মুক্তি ও তার সুস্থতার জন্য নারায়ণগঞ্জবাসীর কারছে দোয়া প্রার্থণা করেন।