চলে গেলেন নারায়ণগঞ্জের ‘সাহসী সাংবাদিক’ খ্যাত দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মো: তোফাজ্জল হোসেন । বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার এ মৃত্যুর খবর নিশ্চিৎ করেছেন তার পুত্র মাহমুদুল হাসান সৌরভ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তোফাজ্জল হোসেনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। তারা খবর পেয়েই ছুটে যান টানবাজারস্থ তোফাজ্জল হোসেনের বাড়ীতে। পরে লাশ বহনকারি একটি অ্যাম্বুলেন্সে তার মরদেহ আসলে কান্নার রোল পড়ে যায় এলাকায়।
বাদ আসর ডিআইটি জামে মসজিদে প্রথম জানাযা এবং বাদ এশা কাশীপুর ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাযা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।