বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা চালিয়েছেন হোসিয়ারী মালিক ঐক্যজোটের মনোনীত সাধারণ গ্রুপের প্রার্থী আলহাজ¦ বদিউজ্জামান বদু। বুধবার (২২ জানুয়ারী) দুপুরে শহরের নয়ামাটি এলাকায় পুরো প্যানেল নিয়ে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এবং তার পুরো প্যানেল হোসিয়ারী ব্যবসায়ীদের কাছে ভোট ও দোয়া প্রার্থণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।