পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বন্ধু মহল।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে শহরের দেওভোগ নাগবাড়ী ডায়াবেটিক হাসপাতালের সামনে এ সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজ সেবক জানে আলমের নেতৃত্বে এদিন প্রায় ৫ শতাধীক সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট সমাজ সেবক জানে আলম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই যে আমরা আজ তাদের ঈদ সামগ্রী দিচ্ছি, এটা কিন্তু তাদের প্রতি করুণা নয়, এটা আমাদের দায়বদ্ধতা। কারণ, দরিদ্র অসহায় মানুষেরাও এ দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের সকলেরই উচিৎ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
এসময় উপস্থিত ছিলেন, আলী আজগর লাভলু, মির্জা খোকন, মো: আব্দুল আউয়াল, অহিদুল ইসলাম অহিদ, সফিকুর রহিম বাপ্পী মো: নাসির, এমএ ওহাব, হুয়ায়ূন কবির, মো: মহিউদ্দিন, আলী আহাম্মদ, মো: লিটন, কাঞ্চন আহমেদ, মো: সুমন, মো: সায়হান প্রমূখ।