বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে এসএসসি ও সমামনে পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ

সিটি নিউজ / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ৮৭ দশমিক ৬২ শতাংশ পাস করেছে। রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসিতে ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। একই সঙ্গে এসএসসি (ভোকেশনাল) এ ৯১ দশমিক ৯৭ শতাংশ ও দাখিলে ৮১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।
এবার জেলায় এসএসসিতে ২৯ হাজার ৬৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৫৭৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন ও দাখিলে ২ হাজার ৬৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ১৫৫ জন।
জেলায় এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৭২৮ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১০০ জন ও দাখিলে ২ হাজার ৯৮১ জন।
জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই