সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ, জেনে নিন কে কোন প্রতীক পেলো

সিটি নিউজ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অনেক প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিরা প্রতীক বুঝে নেন। আওয়ামীলীগ, জাতীয় পাটি, তৃণমূল বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩৪ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, প্রতীক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী (নৌকা, আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), শাহাজাহান ভুইয়া (কেটলি, স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (ঈগল, স্বতন্ত্র), মো: হাবিবুর রহমান (আলমিয়া, স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (গোলাপ ফুল, জাকের পাটি), মো: সাইফুল ইসলাম (লাঙ্গল, জাতীয় পাটি), মো: জয়নাল আবেদীন চৌধুরী (ট্রাক, স্বতন্ত্র), একেএম শহিদুল ইসলাম ( চেয়ার, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম বাবু (নৌকা, আওয়ামী লীগ), মো: আবু হানিফ হৃদয় (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), শাহজাহান (গোলাপ ফুল, জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন ( লাঙ্গল, জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (ঈগল, স্বতন্ত্র)।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কায়সার হাসনাত (নৌকা, আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল, জাতীয় পার্টি), মো: মজিবুর রহমান মানিক (ফুলের মালা, বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (নোঙ্গর, বিএনএফ), নারায়ণ দাস (কুলা, বিকল্প ধারার বাংলাদেশ), মো: আরিফ (ছড়ি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), এ.এইচ.এম মাসুদ (ঈগল, স্বতন্ত্র)।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান (নৌকা, আওয়ামী লীগ), মো: সৈয়দ হোসেন (মশাল, সমাজতান্ত্রিক দল জাসদ), মো: আলী হোসেন (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), মো: মূরাদ হোসেন জামাল (গোলাপ ফুল, জাকের পার্টি), মো: সেলিম আহমেদ (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো: হাবিবুর রহমান (চেয়ার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো: শহীদ উন নবী (আম, ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (ডাব, বাংলাদেশ কংগ্রেস)।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে একেএম সেলিম ওসমান (লাঙ্গল, জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (চেয়ার, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মো: আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
প্রসঙ্গত: নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ৪৫ জন প্রার্থী। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেন। তবে নারায়ণগঞ্জ-২ আসনে আপীলে একজন প্রার্থীতা ফিরে পান। ৩৯ জন প্রার্থীর মধ্যে রোববার ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এখন ভোটযুদ্ধে ৩৪ জন প্রার্থী মাঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই