আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টি আসনে ৫ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তারা হলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন জাতীয় পাটির প্রার্থী মো: সালাউদ্দিন খোকা মোল্লা, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাকের পাটির প্রার্থী মোরশেদ হাসান, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে এরফান হোসেন দীপ (স্বতন্ত্র), মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র) ও রুবিয়া সুলতানা (স্বতন্ত্র)।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, নারায়ণগঞ্জের তিনটি আসনে ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
প্রসঙ্গত: নারায়ণগঞ্জের ৫টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ৪৫ জন প্রার্থী। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেন। বাকী ৩৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন। ফলে নির্বাচনী মাঠে রয়েছেন ৩৩ জন প্রার্থী। তবে আরেকটি সূত্র জানায় নারায়ণগঞ্জ-২ আসনে একজন আপীলে তার মনোনয়ন পত্র ফিরে পেয়েছে। তাহলে মাঠে প্রার্থীর সংখ্যা ৩৪ জন।