নারায়ণগঞ্জে বসবাসরত শিবচর থানার ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি হাজী শরীয়তুউল্লাহ্’র সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি এম সোলাইমান হোসেন, সারোয়ার হোসেন, সাইদুর রহমান মাল, মো: রেজাউল করিম খোকন, সলিমুল্লাহ্ করিম সেলিম, সিরাজুল হক হাওলাদার, মো: শাহীন হাওলাদার, আব্দুল মান্নান মিঞা, আল আমিন, সারোয়ার করিম, জহিরুল হক রমিন ও দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
এদিকে ইফতার মাহফিলে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণ করলেও কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই মাহফিলটি সমাপ্ত হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।