নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের নেতারা। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে তারা এ সাক্ষাৎ করেন।
এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীকে ফুলেল শুভেচ্ছা জানান গার্মেন্টস শ্রমিক দলের নেতারা। পরে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাথে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন তারা। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনগণের সহযোগীতা কামনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: খোকন, ফতুল্লা থানা বিএনপি নেতা মুুজিবুর রহমান, শ্রমিক দল নেতা মো: শহীদ, মো: বাবু, মো: মজিদ, মো: আরিফ, মো: আজগর প্রমূখ।