নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দল। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) রাতে মামুন মাহমুদের কার্যালয়ে গিয়ে জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের নেতৃতে তাকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় নিজ অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশে বর্তমানে প্রায় ৪ কোটি নতুন ভোটার। তারা আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করে তাদের সুচিন্তিত মতামত পেশ করবেন। কাজেই এ চারকোটি নতুন ভোটারকে আমাদের দলে যতই অর্ন্তভুক্ত করতে পারবো, ততবেশি আমাদের দলকে শক্তিশালী করতে পারবো। তাই আমি এ প্রজন্মদলকে অনুরোধ করবো, বর্তমানে প্রজন্মের যে যুবসমাজ রয়েছে তাদেরকে এ দলে সম্পৃক্ত করবেন। এবং এ দলের হাতকে আরও বেশি শক্তিশালী করবেন।
তিনি বলেন, আমি আশা করছি একসময় প্রজন্ম দল একটি বৃহৎ শক্তিশালী সংগঠনে পরিনত হবে। তাদের জন্য আমার আর্শিবাদ রইলো। আমি তাদের পাশে রয়েছি এবং থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ , গণতান্ত্রিক যুবদল এলডিপি কেন্দ্রীয় কমিটি বাহার উদ্দিন বাহার নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, হাজী সুমন, মহানগর প্রজন্মদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জি এম রাজীব, আব্দুল আলিম, সদর থানা আহবায়ক শাহীন আহমেদ, সদস্য সচিব মো.ফারুক, ফতুল্লা থানা প্রজন্ম দলের আহাবায়ক ইউসুফ চৌধুরী,বক্তাবলী ইউনিয়ন প্রজন্ম দলের আহবায়ক জাহাঙ্গীর রনি, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক হাজী মনির হোসেন প্রধান ও সদস্য সচিব, আবুল হোসেন সানি, এনায়েতনগর ইউনিয়ন প্রজন্মদলের আহ্বায়ক আব্দুল কাদির হাওলাদার ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রনিসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী (রোববার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।