বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আলহাজ¦ বদিউজ্জামান বদুসহ সকল পরিচালককে সংবর্ধণা দিয়েছে হোসিয়ারী মালিকবৃন্দরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে শহরের রয়্যাল ট্যাংক রোড হোসিয়ারী ব্যবসায়ী ও মালিকরা নবনির্বাচিত এ নেতৃবৃন্দদের সংবর্ধণা প্রদান করেন। রয়্যাল ট্যাংক রোড হোসিয়ারী ব্যবসায়ী ও মালিকদের পক্ষ থেকে আব্দুল মান্নান এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় বদিউজ্জামান বদুসহ সকল নতুন নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রয়্যাল ট্যাংক রোড হোসিয়ারী ব্যবসায়ী ও মালিকরা। সংবর্ধিত নেতৃবৃন্দরা হলেন, আলহাজ বদিউজ্জামান বদু, মোঃ আব্দুল হাই, মিজানুর রহমান, মোঃ পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, হাজী মোঃ শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মোঃ মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মোঃ নাছির শেখ, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহম্মেদ ও বিল্লাল হোসেন।