নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি প্রতিহতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে শহরের ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জিয়া বলেন, আজকে আবারও প্রমাণ হলো জিয়ার পরিবারের সাথে জাকির খান সব সময় আছে। আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে কর্মসূচির ডাক দিয়েছে তার শুধু নারায়ণগঞ্জের মানুষই নয়, গোটা দেশবাসী প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, আমরা জাকির খানের কর্মী। আমরা জাতীয়তাবাদী দলের আর্দশকে বুকে ধারণ করেছি। আমরা দু:সময়ে জিয়া পরিবারের সাথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।
আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, আমি আওয়ামী লীগ যারা করেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই নারায়ণগঞ্জের যদি কোন বিশৃঙ্খলার চেষ্টা করা হয়, নারায়ণগঞ্জের শান্তিকে যদি বিনষ্ট করার চেষ্টা করেন, আপনাদের দ্বারা যদি কোন ধরনের জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয়, আমরা জাকির খানের কর্মীরা এর দাঁতাভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, মহানগর কৃষক দলের সহ সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি, মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ এজাজ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রাজু আহমেদ রাজন, মহানগর স্বেচ্ছসেবক দল নেতা আনোয়ার গাজী, আয়নাল হক খান, মো: সুমন দেওয়ান, মো: মোজাম্মল, ওয়াসিম, জালাল, বাবুল, পরিবহন শ্রমিক দল নেতা মো: শাহীন, গার্মেন্ট শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো: সোহেল, জুয়েল, রিপন সিকদার প্রমূখ।