ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতী মাসুম বিল্লাহ্ বলেছেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিছু স্বাধীনতা ভোগ করছি কিন্তু পুরোপুরি পাইনি। আমরা চেষ্টায় আছি যে কষ্ট করে স্বাধীনতা এনেদিয়েছেন মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতা যতদিন শতভাগ ভোগ করতে না পারবো ততদিন আমরা সংগ্রামে থাকবো।
শনিবার (২৮ ডিসেম্বর) শহরের ২নং রেলগেটস্থ আলী আহাম্মদ চুনকা পাঠাগারে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় ও সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা যতদিন বেঁচে থাকবেন অবশ্যই ততদিন আমরা আপনাদের পাশে চাইবো। আপনারা চাই আপনাদের আল্লাহ্ সুস্থ রাখুন, দীর্ঘজীবী করুক। আমরা আপনাদের দীর্ঘায়ূ কামনা করি।
মাসুম বিল্লাহ্ বলেন, মুক্তিযোদ্ধারা জাতীয় সম্পদ। আমরা কোন দলকে ভাগ করে মুক্তিযোদ্ধাদের ভাগ করতে চাই না। এখানে কিন্তু বিভিন্ন মতের মুক্তিযোদ্ধারা আসছেন। আমরা ওই মতকে দেখিনাই। আপনারা হলেন মাথার তাজ। আপনারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। ওই হিসেবে আপনাদের আহ্বান করেছি। কোন দল ভিত্তিক নয়।
তিনি বলেন, ইসলামী আন্দোলন পার্সেন্ট হিসেব করলে। ১০ পার্সেন্ট কিংবা ২০ পার্সেন্ট হলো আলেম ওলামা বা হুজুর, মুফতী বলেন, মাওলানা বলেন। আর বাকি ৮০ পার্সেন্ট হলো জেনারেল, স্কুল কলেজ ভার্সিটির। আলহামদুল্লিলাহ্, আমরা সুন্নতি লেবাসে চলি, আবার কেউ চলতে না চাইলেও চাপ দেই না। এ জন্য আমাদের অনেকে হুজুর মনে করতে পারেন। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো সার্বজনিন সংগঠন, দল। এখানে জাতি দলমত নির্বিশেষে সকলের আমরা কল্যান কামনা করি।
দু:খ প্রকাশ করে তিনি বলেন, খুব দু:খ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে গত ৫ আগস্টের পর থেকে অতি উৎসাহি কিছু ব্যক্তিরা ৭১’রকে একটু খাটো করে দেখতেছেন। এটা যারা চায় আমরা তাদের নিন্দা জানাই, এদেরকে আমরা ধিক্কার জানাই। অতিসম্প্রতি সময়ে কিছু জাতির বীর সন্তানেরা অপমানিত হয়েছে। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা সুযোগ আছে বলেই যা কিছু করবেন এটা ঠিক না। সুযোগ পেলে ভালো কিছু করুন, এটাকে সবাই সমর্থন করবে।
তিনি বলেন, পাঁচ তারিখের পর থেকে দেশে আরও কিছু অকারেন্স হচ্ছে। ইনশাআল্লাহ্, আমাদের পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশ ৫ তারিখের পর থেকে সারাদেশে আমরা চেষ্টা করতেছি যারা শৃঙ্খলাটা ঠিক থাকে। বর্তমান আপদকালিন সময়ে দলীয় সরকার ক্ষমতায় নাই। যার কারণে, প্রশাসনগুলো একটু দুর্বল। আর দুর্বল থাকার কারণে অনেকে অনেক কিছুই করতাছে। এ পরিস্থিতিতে আমরা প্রশাসনকে সহযোগীতা করতেছি। আমরা বার বার ডিসি এসপির ও ইউএনও’র সাথে সাক্ষাত করতেছি। তাদেরকে সাহস দিচ্ছি। সমাজের কল্যানে যা যা করার লাগে করেন, আপনাদের পাশে আমাদের সার্বক্ষনিক পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, নগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী এড. নুরুল হুদা সাবেক ডেপুটি কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভুইয়া (জুলহাস) সাবেক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়েত আলী সাবেক ডেপুটি কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ নুর হোসেন মোল্লা সাবেক সাংগঠনিক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন সাবেক দপ্তর কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দীন আহমে কমান্ডার, পাইকপাড়া ইউনিয়ন কমান্ডবীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন।