বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফটো সাংবাদিক সেলিমের কুলখানি অনুষ্ঠিত

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সিটি নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাকালিন চীফ ফটো সাংবাদিক  ও দৈনিক খবর প্রতিদিনের ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর শহরের নন্দিপাড়াস্থ মরহুমের নিজ বাসভবনে এ কুলখানি অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে এ কুলখানির আয়োজন করা হয়।

কুলখানিতে প্রয়াত ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কুলখানি ও দোয়া মাহফিলে সেলিমের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, বন্ধু-বান্ধব, সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে কুলখানিতে আসা সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সেলিমের স্মৃতিচারণ করে বলেন, আসলেই সেলিম অত্যান্ত ভালো মানুষ ছিলো। সেলিম কখনো কোনদিন কারো মনে আঘাত দিয়ে কথা বলেন নি। সর্বদা হাসিখুুশি ছিলেন তিনি। আর তিনি পেশাগতভাবেও ছিলেন সৎ ও অত্যান্ত পরিশ্রমি। দায়িত্ব পালনে কখনো তাকে অবহেলা করতে দেখি নাই। রাত-দিন যখনই ফোন পেতেন, ছুটে যেতেন ছবি তোলতে। দোয়া করি, আল্লাহ্ তাকে বেহস্ত নসিব করুক। আমিন।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর রাত ১১টা ৫৩ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও এক পুত্রসন্তানসহ স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই