ফতুল্লা দিনব্যাপি অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০২ জানুয়ারী) দুপুরের দিকে ফতুল্লা ভূঁইগড় এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ফতুল্লায় এলাকার পৃথক ৪টি স্থানে এ অভিযান পরিচালন করা হয়।
অভিযানে আনিকা ওয়াশিং প্ল্যান্ট, রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরি, এন৩এস ওয়াশিং প্ল্যান্ট ও সূচি প্রিমিয়াম বেকারীর যথাক্রমে ২ হাজার ১শ ঘনফুট, ৩শ ঘনফুট, ১ হাজার ২শ ঘনফুট, ২ হাজার ৮শ ৪৫ ঘনফুট গ্যাসসহ মোট ৬ হাজার ৪শ ৪৫ ঘনফুটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান, জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান ও মিটারিং এন্ড ভিজিলান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।