মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লায় ব্যাটারি রিকশার চালককে গলা কেটে হত্যা, আটক ১

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইসহাক মিঝি (৬৫) নামে ব্যাটারিচালিত রিকশার এক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার ভোররাতে উপজেলার কোতালেরবাগের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার নামের একজনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় লোকজন। পুলিশের ধারণা, রিকশাটি ছিনতাই করার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝির বাড়ি চাঁদপুরের মতলব থানার সেনগাঁও ইউনিয়নে। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় রেজাউল করিমের বাড়িতে ভাড়া থাকতেন। আটক সোহরাব হাওলাদারের (৪২) বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর গ্রামে। তিনি সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার ভাড়া থাকেন।

নিহত ইসহাক মিঝির ছেলে রাসেল মিঝি বলেন, তাঁর বাবাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত তিনটার দিকে সদর উপজেলার ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রিকশা চালিয়ে যাচ্ছিলেন ইসহাক মিঝি। পথে দুই থেকে তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তাঁর গলায় ছুরিকাঘাত করে রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী একজন দেখে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে ডোবার পানিতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি আরও জানান, রিকশা ছিনিয়ে নেওয়ার জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পকেটে থাকা ৮ হাজার ৮০০ টাকা এবং রিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই