বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বন্দরের বিভিন্ন মন্দিরে মিঠুর আলতা সিঁদুর বিতরণ

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। যেখানে মানুষ শুধু দু’হাত ভরে নেওয়ার জন্য ব্যস্ত, সেখানে তিনি ঠিক উল্টোটা। এ মানুষটার কাছে যেন, গরীব দু:খী মানুষের পাশে দাঁড়ানোটাই সবচাইতে বেশি আনন্দের বিষয়। আর তাইতো, বিভিন্ন দুর্যোগে তিনি দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ান অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগীতা নিয়ে। তার চিন্তা চেতনাটাও একটু ভিন্ন রকম। হিন্দু ঘরের সন্তান হলেও তিনি পবিত্র রমজান মাসেও রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করে থাকেন, অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে থাকেন। শুধু তাই নয়, শীতার্ত ছিন্নমূল মানুষদের জন্য শীতবস্ত্র নিয়ে রাতের আধারে লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে রেলস্টেশন ও ফুটপাতে ঘুরে বেড়ান তিনি। এছাড়া তার ধর্মীয় যে কোন অনুষ্ঠানেও থাকে কিছুটা ভিন্নতা। গরীব দু:খী মানুষের মাঝে বস্ত্রবিতরণের পাশাপাশি শিশু শিক্ষার্থীদের জন্যও তিনি শিক্ষাসামগ্রীর ব্যবস্থা করে থাকেন। এমন ভিন্নসব আয়োজনের মধ্যদিয়ে ইতিমধ্যেই তিনি বন্দরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। এরমধ্যে শ্রী শ্রী শ্যামা পূজার বিসর্জন উপলক্ষে সহস্রাধীক ভক্তদের মাঝে আলতা সিঁদুর বিতরণের মধ্যদিয়ে তিনি আবারও আলোচনায় চলে আসলেন।

শ্রী শ্রী শ্যামা কালী পূজার বিসর্জন উপলক্ষে মিঠুর উদ্যোগে বন্দরের বিভিন্ন মন্দিরে প্রায় সহস্রাধীক ভক্তদের মাঝে আলতা সিঁদুর বিরতণ করা হয়। গতকাল সন্ধ্যায় বন্দরের বৃন্দাবন আখড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আলতা সিঁদুর বিতরণের উদ্বোধন করেন ছাত্রদল নেতা বিজয় পান্ডে। জেলা ছাত্রদলের সভাপতি জাকির খানের পক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিন বৃন্দাবন আখড়া, পৌরসভার পরিজন কলোনি, একরামপুর জেলেপাড়া দূর্গা মন্দির, বন্দর ইস্পাহানি রাধা গোবিন্দ মন্দির ও সর্বশেষে বন্দর বাজারে দূর্গা মন্দিরের প্রায় সহ¯্রাধীক ভক্তদের মাঝে এ আলতা সিঁদুর বিরতণ করা হয়।

বন্দর ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ সেন, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু আহমেদ, বন্দর থান মৎস্যজীবী দলের সদস্য হেলাল উদ্দিন, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইমরান খান, জাহাঙ্গীর, মোঃ মনির, জামান, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সদস্য চান মিয়া, শুভ সাহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই