সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বন্দর সমরক্ষেত্রেও লাঙ্গলের পক্ষে নূর হোসের শোডাউন

সিটি নিউজ / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে বন্দর সমরক্ষেত্রে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে এ উঠান বৈঠককে কেন্দ্র করে লাঙ্গলের পক্ষে বিশাল শোডাউন করেছে গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি নূর হোসেন সওদাগর। প্রায় সহস্রাধীক কর্মীসমর্থক নিয়ে ওই উঠান বৈঠকে যোগদান করে রীতিমত সবাইকে তাক্ লাগিয়ে দিয়েছেন নূর হোসেন সওদাগর।
এ বিষয়ে জানতে চাইলে নূর হোসেন সাংবাদিকদের বলেন, সেলিম ভাই সদর বন্দরে স্কুল কলেজ থেকে শুরু সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি হলেন দানবীয়। করোনাকালে তিনি চিকিৎসা সেবা থেকে শুরু হাজার হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। আসলে তার মত ভালো মানুষের দরকার আছে। তাই এ নির্বাচনে লাঙ্গল মা্র্কায় ভোট দিয়ে সেলিম ভাইকে পুনরায় এমপি বানাতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। ইনশাআল্লাহ আমরা সফল হবো।
এসময় তার সাথে গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক মেম্বার মোক্তার হোসেন সুকুমসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই