যখন বাবা দেশছাড়ে তখন তিনি বয়সে শিশু। বুঝজ্ঞানও তখন তার হয়নি। বাবা কি জিনিস, সে জানতো না। কিন্তু যখন তার বুঝজ্ঞান হলো বাবা তখন অনেক দূরে। হ্যাঁ, বলছিলাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের একমাত্র ছেলে কারগিল খানের কথা। কারগিল খান আজ অনেক বড় হয়েছে। শিশু থেকে কিশোর পেড়িয়ে আজ তিনি যুবকে পরিনত হচ্ছে। হাইস্কুল পেড়িয়ে কলেজে পড়ছে সে। কিন্তু এতটা বছর তিনি ছিলেন বাবার আদর স্নেহ্ আর ভালোবাসা থেকে বঞ্চিত। দীর্ঘ প্রায় ২২ বছর পর বাবাকে কাছে পেয়ে খুশিতে অনেক বেশি আত্মহারা কারগিল।
রোববার (১৩ এপ্রিল) সকালে বাবা জাকির খানের মুক্তি হওয়ার পর তার সাথে একই গাড়ী বহরে ছিলেন তিনি। কিন্তু তখনও বাবাকে ঠিকমত জড়িয়ে ধরতে পারেন নি, কিংবা জড়িয়ে ধরেছেন ঠিকই কিন্তু তৃপ্তি মেটেনি। তাই যখন কারামুক্তি হয়ে জাকির খান বাড়ী ফিরলেন তখন তিনি বাবাকে জড়িয়ে ধরে তার আত্মতৃপ্তি মেটালেন।
অনুভূতি প্রকাশ করে তিনি বললেন, আজ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস পেয়েছি। বাবা কখনো প্রকাশ্যে বুকে ধরতে পারি নাই। আজ বাবা (জাকির খান) কে নিয়ে হাজারো হাজারো ভালোবাসা মানুষ নিয়ে পেয়েছি। সকল বাবাদের কাছে আমার বাবা’র জন্য দোয়া চাই।