প্রতি বছরের ন্যায় এবারও ভূইয়ারবাগে আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা (কালী) পূজা বা দীপাবলি। বৃহস্পতিবার শহরের ভূইয়ারবাগ তালগাছতলা (পুকুরপাড়) এলাকায় এ পূজা অনুষ্ঠিত হয়। ভূইয়ারবাগ শ্যামাপূজা উদযাপন কমিটির উদ্যোগে দীর্ঘ ৪৭ বছর যাবৎ এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
সরেজমিনে দেখা গেছে, শ্রীশ্রী শ্যামা (কালী) পূজা বা দীপাবলি উপলক্ষে পূজামন্ডপের ভিতরে ও বাহিরে ছিল দৃষ্টিনন্দন আলোকসজ্জা। পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীরা দিনব্যাপী উপবাস থেকে পূজায় বসেছেন পূষ্পাঞ্জলি দেয়ার আশায়। এসময় শ্যামা মাকে ভোগ নিবেদন ও প্রদীপ ও মমবাতি প্রজ¦লন করতেও দেখা গেছে। সব শেষে প্রসাদ বিতরণ করা হবেও জানাগেছে।
ভূইয়ারবাগ শ্যামাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল জানান, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিতা হন দেবী শ্যামা মা। এ পূজা দীপাবলি বা ‘দিওয়ালি’ নামেও পরিচিত। আজ (বৃহস্পতিবার) শ্যামা মাকে আরাধনার দিন। আজ অশুভ শক্তির অন্ধকার ঠেলে মন্দির থেকে ভক্তের ঘরে ঘরে জ্বালানো হয় প্রদীপ। আলোয় আলোকিত হয় চারদিক।
আরও পড়ুন>>> জাকির খানের পক্ষ থেকে না.গঞ্জবাসীকে অ্যাড. রাজীবের শারদীয় শুভেচ্ছা
তিনি আরও জানান, এবার বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা শ্যামা পূজা উদযাপন করছে। ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। তবে এবারের পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পূজা নিয়ে কোন শঙ্কা নেই বলেও জানান তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভূইয়ারবাগ শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি অপু সরকার, সিনিয়র সহ সভাপতি সুবির সাহা, কার্ত্তিক, গণেশ, অসীম, সুব্রত, শান্ত, নিমু, মানিক, ঝড়, দিপু, স্বপন, তরঙ্গ, বিপ্লব, নিহার, অরূপ, নিরব, পারিজাত, সৌজন্য, পবন, অপু-২, সুমন, পল্লব, ঋক, শুভ, সৌরভ, সুস্ময়, শুভ্র, শান্ত-২ প্রমূখ।