আসন্ন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে পুরো প্যানেল নিয়ে মাঠে নেমেছেন সভাপতি পদপ্রার্থী আলহাজ¦ বদিউজ্জামান বদু। সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে শহরের বৃহত্তর পোষাক প্রস্তুতকারক মার্কেটে (দেওভোগ মার্কেট) লিফলেট হাতে নিয়ে প্রচারণায় নামেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দেওভোগ মার্কেটের সভাপতি কবির হোসেন খান, সাধারণ গ্রুপের আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।
প্রচারণায় হোসিয়ারী ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বদিউজ্জামান বদু বলেন, আগে যেমনিভাবে আপনাদের পাশে ছিলাম এখনও আপনাদের পাশে থাকবো। আপনাদের কাছে অনুরোধ আমার পুরো প্যানেলকে বিজয়ী করবেন। বলবেন না, একজন বাদ দিলাম। এবারের মত আমার পুরো প্যানেলকে বিজয়ী করুন।
তিনি বলেন, শহরে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তাদের কারণে আমার ব্যবসায়ী ভাইয়েরা ঠিকমত ব্যবসা করতে পারছেন না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররাও তাদের আক্রমনের শিকার হচ্ছে। তাই বলছি, ছিতাইকারি দেখা মাত্র ওদেরকে আটক করে পুলিশে দেবেন। প্রয়োজন যেকোন সময় আমাকে কল দিবেন। আমি ছুটে আসবো। ছিনতাইকারিদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।